আপন দুই ভাইয়ের ওমান প্রবাসী ছোট ভাইকে ঢাকা বিমানবন্দরে বিদায় দিয়ে সীতাকুণ্ডে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল । গতকাল শুক্রবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই আজিজুল হক লিটন (৩২) ও ছোট ভাই রবিউল হক রাজু (২৪) সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বহরপুর গ্রামের বড় বাড়ির জুনাব আলী প্রকাশ খোকন ড্রাইভারের ছেলে। দুই ভাইয়ের একসাথে মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
জানা গেছে, নিজে কাভার্ড ভ্যান চালিয়ে বড় ভাই আজিজুল হক মেজভাইকে সাথে নিয়ে ছোট ভাই মোহাম্মদ টিটুকে ওমানে যাওয়ার জন্যে বৃহস্পতিবার রাতে ঢাকায় আন্তর্জাতিক শাহাজালাল বিমান বন্দরে বিদায় দিতে যায়। ছোট ভাইকে বিদায় দিয়ে কাভার্ডভ্যান চালিয়ে আজিজুল ও রবিউল সীতাকুণ্ডে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে গতকাল শুক্রবার সকালে কুমিল্লার কুটুম্বপুর এলাকায় তাদের কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানে আটকে থাকা চালক ও তার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান চালিয়ে ছোট ভাইকে বিদায় দিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের এক সাথে মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, মো. আজিজুল হক লিটন বহরপুর ইউনিটি ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তারা দুইভাই হাস্যোজ্জ্বল ও অত্যন্ত মিশুক ছিলেন। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।