আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৪ বছরে আনোয়ারায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তাতে আগামীতে শহরকেও ছাড়িয়ে যাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন। বর্তমানে আনোয়ারায় রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোও পাকা সড়কে রুপান্তর হয়েছে। বঙ্গবন্ধু টানেলকে ঘিরে চলছে ব্যাপক শিল্পোন্নয়ন। চোখ ধাঁধানো সড়ক উন্নয়ন ব্যবস্থার ফলে বিগত পাঁচ বছর আগে যারা বিদেশ গেছেন তারা এখন এসে আনোয়ারা চিনতে পারবে না। আনোয়ারার অনেক এলাকা এখন শহরের চেয়েও সুন্দর এবং উন্নত।

গতকাল শুক্রবার আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন হাজী বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ মানুষ ভালো হওয়ার অভিনয় করে কিন্তু যখনই বিপদ চলে যায় তখন ছদ্মবেশী খারাপ লোকেরা আবারও নিজেদের আপনরূপে ফিরে আসে। মানুষের জায়গা দখল, মারামারি, খুনোখুনিসহ নানান সামাজিক অপরাধে লিপ্ত হয়। এসব চিহ্নিত খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান মন্ত্রী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, আনোয়ারা সার্কেলের এএসপি কামরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্‌, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক সগির আজাদ, আবদুল মালেক, মোহাম্মদ সাহাবুদ্দিন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, উপজেলা শ্রমিক লীগের সহ–সভাপতি মামুনুর রশীদ, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, নজরুল ইসলাম প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031