শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি নগরীর ওয়াসার মোড়ে বিএনপির নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম–১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল রাতে পরিদর্শনকালে নওফেল বলেন, বিএনপি দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন। সুযোগ পেলেই তারা নাশকতা করে। আমরা দেখতে পারছি বিএনপি কিছুদিন ধরে দেশব্যাপী নাশকতা চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বিএনপি আবারো ২০১৪ সালের আগুন সন্ত্রাস, সন্ত্রাসী কার্যক্রমের পুনরাবৃত্তি করতে চায়।

হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, যদি বিএনপি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চাই তাহলে সাধারণ জণগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহ–সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের সহ–সভাপতি নুরুল আনোয়ার, সুরঞ্জিত বড়ুয়া লাভু, আসাব রসুল জাহেদ, আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোভেল, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ–সভাপতি জাকারিয়া দস্তগীর প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031