কয়েকমাস ধরে সহিংস আন্দোলন চলছে ভারতের মনিপুর রাজ্যে । এতে অনেক মানুষের হয়েছে বাস্তুহারা। মারা গিয়েছে শত শত মানুষ। ক্ষব্ধু জনতা আগুন দিয়েছি মন্ত্রী ও এমপিদের বাড়ীতে। জাতীগত সংহিতার কারণে মনিপুর কার্যত অগ্নিগর্ত। কিন্তু এই সিহংতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিন দিন নির্যাতন ও সহিংসতার মাত্রা বাড়ছে। এবং মানুষের মধ্যে হিংসা বাড়ছে।
এদিকে অগ্নিগর্ভ মণিপুরে আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল। দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কিছু মানুষের বিরুদ্ধে। ওই নারীদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। অশান্ত মণিপুরের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। যদিও এই বিষয়ে মণিপুর পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মের। এর আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিওর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে।
রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফ বলেছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, নির্যাতিতা দুই নারীর একজনের বয়স চল্লিশের কোঠায়, অন্যজন তরুণী। ভিডিও ছড়িয়ে পড়ার পরে তীব্র নিন্দায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল।
ত্রিপুরার তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা টুইট করে বলেছেন, জনজাতিভুক্ত দুই নারীকে নিগ্রহ করা হচ্ছে। দুই জনজাতির মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে। ঘৃণার জয় হচ্ছে রাজ্যে।
এই ঘটনায় মণিপুরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বেশ কিছু অঞ্চলে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।