নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমতি ছাড়া নীলফামারী ডায়াবেটিক সমিতি নার্সিং ইনস্টিটিউট, নীলফামারী কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, গ্রীণ পিস নার্সিং ইনস্টিটিউট নামে তিনটি নার্সিং প্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বন্ধসহ কারণ দর্শাতে বলা হয়েছে।
বুধবার কাউন্সিলের রেজিস্ট্রার (অঃ দাঃ) রাশিদা আক্তার জনকণ্ঠকে জানান, পৃথক তিনটি পত্র কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এসব প্রতিষ্ঠান তিনটি সরেজমিন পরিদর্শনকালে অনুমোদিত ঠিকানায় পাওয়া যায়নি। আর তাই কেন প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে না এ মর্মে কে আগামী ১৫ (পনের) কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে ।
এ বিষয়ে নার্সিং বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনে একজন নেতা জানান, দীর্ঘদিন যাবত কিছু অসাধু নার্সিং প্রতিষ্ঠান মালিকেরা সরকারের নীতিমালাকে তোয়াক্কা না করে ভূয়া কাগজপত্র তৈরি করে একই বিল্ডিং এর মধ্যে একাধিক বেসরকারি নার্সিং কলেজ চালু করে শিক্ষার্থী ও কর্তৃপক্ষকে ধোকা দিয়ে আসছিলো। এ পত্রের মাধ্যমে কিছু সংখ্যক প্রতিষ্ঠান বন্ধ হলেও এখনো এমন অনেক প্রতিষ্ঠান ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তিনি আরোও বলেন, একই মালিকের এক বিল্ডিং এর মধ্যে তিন-চার নামে আট থেকে দশটি কোর্স চালু রয়েছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে একাধিকবার পত্র প্রেরণ করেছি এখন তার প্রতিফলন দেখতে পাচ্ছি। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কার্যক্রমকে সাধুবাদ দিয়ে ভবিশ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন।