পুলিশ ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে । সোমবার নির্বাচনের পরপরই তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ জানান। ঢাকার ধানমন্ডিতে এক কলেজ ছাত্র খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানাতে গতকাল মিন্টো রোডে সংবাদ সম্মেলনে আসেন হারুন। সেখানেই ওঠে হিরো আলম প্রসঙ্গ। তিনি বলেন, হিরো আলমকে যারা মেরেছে, ভিডিও দেখে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় যাই থাক, সেটা বিবেচনায় আসবে না।
২ জনের তিন দিন রিমান্ড : গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজনকে তিন দিনের পুলিশ হেফাজতে পেয়েছে পুলিশ। বনানী থানায় মামলা দায়ের করা এ মামলায় গ্রেপ্তার বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। খবর বিডিনিউজের।
গ্রেপ্তার সাতজন হচ্ছেন বনানীর ছানোয়ার কাজী (২৮), মাহমুদুল হাসান, মেহেদী (২৭), আশিক সরকার (২৪) ও হৃদয় শেখ (২৪), পল্লবীর বিপ্লব হোসেন (৩১), তেজগাঁও শিল্প এলাকার মুজাহিদ খান (২৭) এবং খিলক্ষেতের সোহেল মোল্লা (২৫)।
এদের মধ্যে ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ–পরিদর্শক নূর উদ্দিন। অপর পাঁচ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিব ছানোয়ার ও বিপ্লবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ–পরিদর্শক জালাল উদ্দীন এসব তথ্য জানান।
গত সোমবার উপনির্বাচনের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। গতকাল দুপুরে এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।
জাতিসংঘের উদ্বেগ : হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ওই ঘটনার একটি খবর যুক্ত করে গতকাল এক টুইটে উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি লিখেছেন, ঢাকা–১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় উদ্বিগ্ন। সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলম প্রসঙ্গ : হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে। সোমবার ওই ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যে কোনো সহিংসতার ঘটনার পূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।
ব্রিফিংয়ে হিরো আলমের নাম উল্লেখ না করে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার প্রসঙ্গটি তোলেন এক প্রশ্নকারী। জবাবে মিলার বলেন, আগেও আমরা বলেছি, আমাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং আমরা এটার নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখব।