ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে  বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে রাজধানীতে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।

ডিএমপির দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর বাঙলার কলেজের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়।

একজন বিএনপি কর্মী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলকে ভুয়া বলে। আমরা তাতে কিছু করিনি। কিন্তু তারা অস্ত্র নিয়ে আমাদের দিকে অতর্কিতভাবে হামলা চালায়। এরপর আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমাদের ওপর বাঙলা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে বৃষ্টির মতো ইট ছুঁড়তে থাকে।

সংঘর্ষ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কলেজের গেট আটকে দেয়। তারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে। এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031