স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘনটা ঘটেছে গতকাল মঙ্গলবার ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে। এতে তিনি আহত হন। হামলাকারীদের কবল থেকে দৌড়ে নিজেকে রক্ষা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে রাতেই বাসায় যান। এর আগে সারাদিন নানা নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুব কম। নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যায় ১১ % কিছু বেশি ভোটার ভোট দিতে কেন্দ্রে আসে।
এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটি টুইট করেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) ১০টা ২০ মিনিটের দিকে এ টুইট করেন তিনি। তার টুইট রিটুইট করেছে ভেরিফায়েড @ ইউএনইনবাংলাদেশ।
টুইটে গোয়েন লুইস বলেছেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আশরাফুল আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। সহিংসতা ছাড়া নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করা উচিত।
একই টুইটে হিরো আলমের ওপর হামলা নিয়ে স্থানীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া সচিত্র প্রতিবেদন যুক্ত করা হয়েছে।
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সোমবার (১৭ জুলাই) রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরেরর ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান।
তিনি বলেন, আগেও আমরা বলেছি, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো তথ্য পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষভাবে তদন্ত করে সহিংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য আহ্বান করে।
প্রসঙ্গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায়। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। একপর্যায়ে তিনি বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান।