চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে । দুজনের একজন ১৫ বছর বয়সী কিশোর। অপরজন ৩৮ বছর বয়সী নারী। দুজনই নগরের বাসিন্দা। দুজনেরই মৃত্যু হয়েছে বেসরকারি পার্কভিউ হাসপাতালে। কিশোর আলভীর পরিবার নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গত রোববার তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববারই সেখানে তার মৃত্যু হয়। আর ৩৮ বছর বয়সী শারমিন হেনা রিতা রহমান নগরের মসজিদ গলি এলাকার বাসিন্দা। শনিবার তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (গতকাল) হাসপাতালেই তার মৃত্যু হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামে এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হল
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৪ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৮০ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছে ৮০ জন।