ঢাকা সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সব ধরণের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা। দুুদিনের (সোম ও মঙ্গলবার) কর্মসূচির প্রথম দিন অতিবাহিত হয়েছে গতকাল। অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র এ কর্মসূচিতে সর্বস্তরের চিকিৎসক সমাজ একাত্মতা ঘোষণা করেছেন। একাত্মতার পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী নিজেদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রেখেছেন।

হচ্ছে না নিয়মিত অপারেশনও। যদিও জরুরি অস্ত্রোপচার চালু রাখার কথা জানিয়েছিলেন চিকিৎসক নেতারা। গতকাল সরেজমিনে বেশ কয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা যায়, ডাক্তার না থাকায় প্যাথলজি ও রেডিওলজিক্যাল পরীক্ষা–নিরীক্ষাও প্রভাব পড়েছে। টেস্ট করালেও রিপোর্ট না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টেস্টের জন্য ব্লাড সংগ্রহ করলেও অন্তত দুদিন (সোম ও মঙ্গলবার) রিপোর্ট সরবরাহে অপারগতার কথা জানিয়ে দিচ্ছে ল্যাব সংশ্লিষ্টরা। একই পরিস্থিতি রেডিওলজিক্যাল পরীক্ষা–নিরীক্ষার ক্ষেত্রেও। এক্স–রে, এমআরআই, সিটি স্ক্যান করাতে পারলেও রিপোর্ট দিতে পারছে না ল্যাবগুলো। আর রেডিওলজিস্ট না থাকায় আলট্রাসনোগ্রাফির মতো আরো বেশ কয়টি টেস্ট করাই সম্ভব হচ্ছে না।

১২ বছর বয়সী ছেলের জ্বর দেখা দেয়ায় ডেঙ্গু ও ম্যালেরিয়া টেস্ট করাতে পপুলারে নিয়ে আসেন জোসনা আক্তার নামে এক মা। এন্ট্রি পরবর্তী রক্তের নমুনা দেয়ার পর ল্যাব থেকে বুধবারের (১৯ জুলাই) আগে রিপোর্ট পাওয়া যাবে না বলে তাদের জানানো হয়। কিন্তু ছেলে ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত কী না তা দিনের মধ্যেই জানতে চেয়েছিলেন জোসনা আক্তার। তবে ল্যাব সংশ্লিষ্টরা তাদের অপারগতার কথা জানান। কেবল পপুলারেই নয়, এপিক হেলথ কেয়ারসহ অধিকাংশ ল্যাবের পরিস্থিতিও একই। নমুনা সংগ্রহ করে রাখলেও ল্যাব থেকে টেস্ট রিপোর্ট সরবরাহ করা হচ্ছে না। জানতে চাইলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ওয়ালী আশরাফ খান আজাদীকে বলেন, প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট, সনোলজিস্টরাও সবাই এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দায়িত্ব পালন করছেন না। যার কারণে আমরা নমুনা নিলেও রিপোর্ট সরবরাহ করতে পারছিনা। কিছু টেস্ট আছে, মেডিকেল টেকনোলজিস্টরা করেন। সেগুলো আমরা করছি। তবে এসব টেস্টও ডাক্তাররা চেক করার পর রিপোর্ট প্রস্তুত হয়। তাই এসব টেস্টের রিপোর্টও দেয়া সম্ভব হচ্ছে না।

তবে আলট্রাসনোগ্রাফি, ইকো, ইটিটির মতো পরীক্ষা–নিরীক্ষাগুলো করা সম্ভব হচ্ছে না। একই ভাবে এঙ–রে, এমআরই–সিটি স্ক্যানের রিপোর্টও দেয়া যাচ্ছে না জানিয়ে এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক এটিএম হান্নান বলেন, তবে কেউ যদি ফিল্ম চান, সেক্ষেত্রে এসব টেস্টের (এঙ–রে, এমআরই, সিটি স্ক্যান) ফিল্ম দিতে পারছি। রিপোর্ট দিতে না পারায় অনেক প্রতিষ্ঠানে রোগীদের সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা।

অন্যদিকে, নিয়মিত অপারেশন বন্ধ এবং কনসালটেন্টরা রোগী না দেখায় বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি কমেছে। যদিও কর্পোরেট শ্রেণির হাসপাতালগুলোতে তেমন প্রভাব পড়ছে না। তাদের নিজস্ব ডাক্তারদের দিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি কমে যাওয়ায় চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান  বলেন, সোমবার দুপুর থেকে রোগীর চাপ বেড়েছে। তবে আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছি। ইমার্জেন্সিতে এখন তিন শিফটেই দুজন ডাক্তার দায়িত্ব পালন করছেন। আশা করছি, তেমন সমস্যা হবে না। তবে কর্মসূচি দীর্ঘায়িত হলে জটিলতা দেখা দিতে পারে।

ইমার্জেন্সি সব সেবা চালু রয়েছে বলে জানিয়েছেন পার্কভিউ হাসপাতালের জিএম জিয়াউর রহমান। তবে সিনিয়র কনসালটেন্টরা রোগী দেখা বন্ধ রেখেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোম ও মঙ্গলবার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হবে বলে জানান বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান এবং ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা। তারা বলেন– চট্টগ্রামেও দুদিন (সোম ও মঙ্গলবার) সর্বস্তরের চিকিৎসকদের সকল প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ থাকবে।

আজ মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান এবং ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা গতকাল রাতে  বলেন, মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার বিএমএ’র সাথে আলোচনা পূর্বক পরবর্তী কর্মসূচির বিষয়ে জানানো হবে। তারা জানান  ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবেই সব সিদ্ধান্ত ও ঘোষণা আসবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031