আগস্টের ১৪ তারিখ ক্ষমতা ছাড়বেন কয়েকদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি । কিন্তু তিনি তার সিদ্ধান্ত বদলে আরও আগে ক্ষমতা ছাড়তে চান। কারণ তার ভাষায় এতে তিনি নির্বাচনে দলের পক্ষে ও নিজের জন্য বেশি সময় পাবেন। নির্বাচনে লড়তে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি বলেন, আমরা মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দেব। তত্ত্বাবধায়ক সরকার এসে জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
রোববার (১৬) শিয়ালকোটের সরকারি কলেজ মহিলা বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ স্কিমের অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি জাতির কন্যাদের বলছি, তোমাদের ল্যাপটপ দেয়া কোনো অনুগ্রহ নয়। এটা তো দেয়া হয় যোগ্যতার ভিত্তিতে। ভবিষ্যতে আরো লাখ লাখ ল্যাপটপ দেয়া হবে।
তিনি বলেন, এবারের বাজেটে নারীদের জন্য পাঁচ বিলিয়ন টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নারীদের অংশগ্রহণ ছাড়া জাতি উন্নতি করতে পারবে না। তাই শিক্ষা গ্রহণকারী সব মেয়েকে ব্যবহারিক ক্ষেত্রেও আসতে হবে।
শাহবাজ শরিফ বলেন, আমরা আবার সুযোগ পেলে নওয়াজ শরিফের নেতৃত্বে হারবাছি কলাপটপ দেব। সূত্র : জিও নিউজ