উল্টোপথে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এঘটনায় আহত হয়েছে আরো ১ জন বগুড়ায়।
১৬ জুলাই রোববার রাত ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদর এলাকার বাঘোপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম।
পুলিশ বলেন নিহতরা হলেন বগুড়া সদরের বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোরিকশাচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশার যাত্রী আরিফ রহমান (২৮)। দুর্ঘটনায় আহত আশোকোলা গ্রামের টুটু মিয়া (৪০) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরো বলেন রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরিফ নিহত হন। আহত অবস্থায় অটোরিকশাচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে অটোরিকশাচালক বাপ্পি মারা যান।
অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়। বাসচালকসহ যাত্রীরা দ্রুত জানালা ভেঙে এবং দরজা দিয়ে বাস থেকে নেমে পরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভালেও বাসটি পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বাস ও অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে।