ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি তিন ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে গেলেন ।
গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ভারতের ঝাড়খণ্ডে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির জন্য স্থাপিত কয়লাভিত্তিক গড্ডা বিদ্যুৎকেন্দ্রের পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ায় আদানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। খবর বিডিনিউজের।
এ সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি ছবি দিয়ে টুইট করেন আদানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে পূর্ণ শক্তির ১৬০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্র চালু এবং তা হস্তান্তর করতে পেরে সম্মানিতবোধ করছি। টুইটে তিনি ভারত ও বাংলাদেশের সাহসী কর্মী দলকে অভিনন্দন জানান, যারা কোভিড মহামারীর মধ্যেও মাত্র সাড়ে তিন বছরের রেকর্ড সময়ে বিদ্যুৎকেন্দ্রটি চালু করেছে।
পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গৌতম আদানি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বাংলাদেশে এসেছিলেন।
গৌতম আদানি ব্যক্তিগত উড়োজাহাজে করে শাহজালাল বিমানবন্দরে ১০টায় নামার পর বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে দুপুর সোয়া একটায় তিনি ঢাকা ছেড়ে যান।
বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করতে আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক এ কেন্দ্র নির্মাণ করেছে। গত ৯ মার্চ বাংলাদেশের জাতীয় গ্রিডে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। এ কেন্দ্রের বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে যোগ করতে বিশেষ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ অংশে চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন স্থাপনা নির্মাণ করছে বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি)।