সরু একমাত্র প্রধান সড়কটি বাঁশখালীর । সেজন্য দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারগামী গাড়ি চলাচল করায়, একদিকে অতিরিক্ত গাড়ির চাপ, প্রতিনিয়ত দুঘর্টনার পাশাপাশি যানজটের কবলে পড়ে অন্তহীন ভোগান্তি হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রীদের। বাঁশখালীর একমাত্র সরু সড়কে এখন পেকুয়া হয়ে চকরিয়া কক্সবাজারগামী গাড়ি এবং এস আলম ও দ্রুতগতির সানলাইন গাড়ি চলাচলের কারণে বাঁশখালী সড়ক ঝুঁিকপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ চট্টগ্রামের কয়েকস্থানে যানজটের কারণে সুনির্দিষ্ট সময়ে কেউ গন্তব্যে পৌঁছতে না পেরে যথাসময়ে নানা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারার অভিযোগ রয়েছে। শাহ আমানত সেতু পার হয়ে সামনে গিয়ে আনোয়ারা পশ্চিম পটিয়া হয়ে সড়ক সমপ্রসারণে যে কাজ চলমান রয়েছে সেখানে দীর্ঘ যানজট রয়েছে। তার উপর আনোয়ারা চাতরী চৌমুহনীতে যানজটের ফলে দক্ষিণমুখী অধিকাংশ গাড়ি চলাচলে সীমাহীন ভোগান্তি পড়তে হচ্ছে।

আনোয়ার চাতরী চৌমহনীর দুপাশে সড়ক সমপ্রসারণ করলে দুই পাশে গাড়ি পার্কিং করার ফলে মানুষের সীমাহীন ভোগান্তি হচ্ছে প্রতিনিয়ত। চাতরী চৌমুহনী এলাকা এখন সিএনজি অটোরিক্সার স্টেশনে পরিণত হয়েছে। অপরদিকে আনোয়ারা বাঁশখালী হয়ে চকরিয়া মহেশখালী কুতুবদিয়া ও কক্সবাজারগামী গাড়িগুলোর অতিরিক্ত চাপের ফলে বাঁশখালীর পুকুরিয়া চৌমহনী, কালীপুর গুণাগরী খাসমহল, মিয়ারবাজার, চাম্বল বাজার, টাইমবাজার থেকে করে বেশ কয়েকটি স্থানে যেন ভোগান্তির শেষ নেই। বাঁশখালীর একমাত্র সরু সড়ক হয়ে আনোয়ারা বাঁশখালী হয়ে চকরিয়া মহেষখালী কুতুবদিয়া ও কক্সবাজারগামী গাড়িগুলোর অতিরিক্ত চাপের ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যাত্রীদের দাবি, সড়কটি অবিলম্বে চার লেনে উন্নীত করার।

বহাদ্দারহাট বাস টার্মিনাল থেকে উপজেলা ও পৌরসদর জলদী পর্যন্ত দুরত্ব ৪৪ কি.মি, ভাড়া ৯৫ টাকা। বাঁশখালীর জনগণ ভাড়া নিয়ে নানাভাবে প্রতারণার স্বীকার হয়ে আসছে দীর্ঘ সময় থেকে। এ সড়কে চলাচল কারি গাড়িগুলো একদিকে লক্কর ঝক্কর অপরদিকে ঠিকমত বসাও যায় না। তার উপর অতিরিক্ত ভাড়ায় চলাচল করতে হচ্ছে। ইচ্ছেমত ভাড়া আদায় হয়। বাস টার্মিলাল না থাকায় সড়কের উপর গাড়িগুলো যেনতেনভাবে পার্কিং করে রাখা হয়। এ ব্যাপারে শহর থেকে বাঁশখালীতে আসা নুরুল আলম নামে এক যাত্রী বলেন, এত যানজটের ফলে নির্দিষ্ট সময়ে কোথাও যাওয়া সম্ভব হয় না। বাঁশখালীর কালীপুরের গুণাগরির যানজটের ভোগান্তি সবচেয়ে বেশি। সে যানজট নিরসনে গুনাগরি মোড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সেখানে পুনরায় গাড়ি এবং ফুটপাতে মালামাল রেখে যানজট সৃষ্টি করছে।

বাশঁখালীর প্রধান সড়কের যে স্থানে সরু ও বাঁকা এ রকম প্রায় ৭.৫ কিলোমিটার সড়কে দুই পাশে ৩ ফুট করে সমপ্রসারণ কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২১ মার্চ পটিয়া জনসভায় অপরাপর উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

গুনাগরীর যানজটের ব্যাপারে কালীপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম বলেন, এখানে নিয়মিত পুলিশ রেখে যানজট নিরসন করা হলেও সিএনজি অটোরিক্সাগুলো যাত্রী উঠা–নামায় দীর্ঘ সময় নেওয়ায় যানজট সৃষ্টি হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, যানজট নিরসনে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। তিনি যেখানে যানজট হয় সেখানে পুলিশের পক্ষ থেকে জোরালো পদক্ষেপের মাধ্যমে তা নিরসন করা হয়, তাছাড়া জনবলের অভাবে সড়কে সব সময় পুলিশ দায়িত্ব পালন করতে পারে না বলে তিনি জানান। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রধান সড়কের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, সেখানে চলাচলের জন্য ফুটপাত করে দেওয়া হলেও তাতে পুনরায় গাড়ি রেখে যানজট সৃষ্টি করছে। প্রধানসড়ক সমপ্রসারণ ও চার লেনে উন্নীত করার ব্যাপারে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মেরিন ড্রাইভ বাঁশখালী হয়ে কক্সবাজারের পেকুয়া চকরিয়ার সাথে সংযুক্ত হবে, তার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান সড়কের দুপাশে অসংখ্য দোকান–পাট গড়ে উঠায় সড়কটি চারলেন করতে গেলে সব দোকান–পাট ভাঙতে হবে। সে প্রতিবন্ধতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া সড়কটি সমপ্রসারণ ও সংস্কার কাজ অচিরেই শুরু হবে বলে তিনি জানান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031