আশা করি দর্শকদের ভাল লাগবে। প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। নাটকটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে নির্মিত এই নাটকে জাহানারার বিপরীতে আছেন ক্লোজ আপ তারকা মেহরাব।
’এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়ও আছেন নাটকটিতে। প্রথমবারের মত নাটকে কাজ করা নিয়ে জাহানারা বললেন, ‘অভিনয়টা সহজ না। আমার কাছে কঠিনই মনে হয়েছিল। অভিনয়ের চেয়ে ক্রিকেট খেলা সহজ। তবে নাটকের গল্পটা খুবই সুন্দর।
নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ছয় বছর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন।
উল্লেখ্য, জাহানার আগে ছোট পর্দায় কাজ করেছিলেন মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, ইমরুল কায়েস ও হাবিবুল বাশার সুমন।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/জেইউএম)