পুলিশ রাঙ্গুনিয়ায় রাস্তার পাশ থেকে মো. আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে । শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গাবতল এলাকার এনডিই কোম্পানি লিমিটেডের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।