ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে দীর্ঘ চার মাস পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের জন্য। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলা প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্য সকল উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
সবশেষ গত ১৪ মার্চ পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে অনেকটা পর্যটকশূন্য হয়ে পড়ে পাহাড়কন্যা বান্দরবান। পর্যটক না আসায় থমকে যায় জেলার পর্যটনশিল্প। কর্মহীন হয়ে পড়ে হোটেল মোটেলের কর্মচারী পরিবহন শ্রমিক ট্যুরিস্ট গাইড বোট চালকসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক।