বাসের ধাক্কায় সোয়াদ মাহমুদ ফাহিম (২৩) নামে সরকারি তিতুমীর কলেজের বিবিএর দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়ছে টঙ্গী কলেজগেট এলাকায় ।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় ফাহিম। এসময় কলেজগেট এলাকায় এসে জলসিড়ি পরিবহণ (ঢাকা মেট্রো ১১৫৫৯৫) উঠতে যায় সে। এসময় ওই বাসের হেলপারের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অপর একটি চলন্ত বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়। তার পরিবারের লোকজন তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, সফিউদ্দিন কলেজের সামনে রাস্তা পারাপারের এখন মরণ ফাঁদ । বি আর টি এ প্রকল্পের কাজের অব্যবস্থাপনাকে দায়ী করলেন এলাকাবাসী।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হেলপারসহ বাসটিকে আটক করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031