চিত্রনায়িকা অপু বিশ্বাস একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন।
বুধবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও হঠাৎ কেন তার আমেরিকা গমন সেটি জানান অপু।
তবে জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের প্রথম আমেরিকা সফর।
এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল।