শনিবার নারায়ণগঞ্জ শহর থেকে দুই কিলোমিটার দূরে পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিন তলা বাড়িতে এ অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। সকাল পৌনে ৯টায় অভিযান শুরু হয়। অপারেশন হিট স্ট্রং ২৭’ নামে পরিচালিত এ অভিযান প্রায় ১ ঘণ্টা ধরে চলে। এই অভিযানে গুলাশান ও শোলাকিয়াহ হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরসহ তিন জঙ্গি নিহত হয়।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সদর হাসপাতলে ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণাগার না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাদের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আশুতোষ বলেন,নিহত তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ করার প্রয়োজন হতে পারে। কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণাগার নারায়ণগঞ্জ সদর হাসপাতালে না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, নিহত তিনজনের লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। ময়না তদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।