রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ড. খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি জানান, বুকে ব্যথা অনুভব করায় রাত একটার দিকে বাবাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে আছেন।