বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান জানিয়েছেন,‘গবেষকদের আর্থিক সঙ্কট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোতে চলতি অর্থবছর থেকে গবেষণা খাতে অর্থ বরাদ্দ ৭৫ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকদের ক্লাব জুবেরী ভবনের লাউঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পরিবেশ ও গবেষণা মান-উন্নয়ন’ বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে, সঠিক ব্যবস্থাপনার অভাবে বরাদ্দকৃত অর্থ যেন অব্যয়িত না থাকে।
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা কর্মে আরো বেশি মনোযোগী হতে হবে। শিক্ষকরা যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা, সেদিকে কর্তৃপক্ষকেও খেয়াল রাখতে হবে। তবেই জ্ঞান-বিজ্ঞানে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।
এ সময় গবেষণা কর্মে নকল নয় মৌলিক জ্ঞান সৃষ্টির প্রতি তিনি তাগিদ দেন।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ্ আজমের সঞ্চালনায় সভায় সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, ইনস্টিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।