ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯৯ জন । এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৪৭ জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন। এছাড়া অন্যান্য হাসপাতালে আরো ১৮৫ জন রোগী ভর্তি রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়– দিনদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে চট্টগ্রামে। তিন দিন আগেও (১০ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ছিল ১৫৮ জন। কিন্তু তিন দিনের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে আড়াইশ ছাড়িয়েছে। সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির হার তুলনামূলক বেশি। যদিও সব হাসপাতালেই এখন রোগী বাড়ছে। রোগীর চাপ বাড়ার তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান আজাদীকে বলেন, কয়দিন আগ পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩০ জনের কোটায়। কিন্তু দিন দিন এ সংখ্যা বাড়ছে। এখন রোগীর সংখ্যা প্রায় অর্ধশত। তাছাড়া ইমার্জেন্সিতে (ওসেক) জ্বর নিয়ে আসা বেশির ভাগ রোগীরই ডেঙ্গু ধরা পড়ছে। একদিন আগে অন্তত ২৭ জন ডেঙ্গু রোগী ইমার্জেন্সিতে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। প্রতিদিনই এ ধরনের উল্লেখযোগ্য সংখ্যক রোগী আসছে। তাই আমাদের ধারণা– আক্রান্তদের বড় একটি অংশ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন না। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিয়েছেন।