পছন্দের খাবার না পেয়ে হট্টগোল পাকানোর ঘটনা হয়তো সচরাচর চোখে পড়ে না উড়োজাহাজে । যুক্তরাষ্ট্রে এমনই একটি ঘটনা ঘটেছে। পছন্দের খাবার না পেয়ে এক যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের ওই উড়োজাহাজ গত রবিবার বিকেলে হিউস্টন শহর থেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের উদ্দেশে রওনা দেয়। দুই ঘণ্টার মধ্যে পৌঁছায় শিকাগো শহরের আকাশসীমায়। এরপর সেটি শহরের ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে চক্কর দিতে থাকে। জানানো হয়, এক যাত্রীকে নিয়ে ঝামেলার কারণে উড়োজাহাজটিকে ওই বিমানবন্দরে অবতরণ করানো হবে।
বেসামরিক উড়োজাহাজ চলাচলের ওপর নজরদারি করা একজন টুইটার ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউনাইটেড এয়ারলাইনসের ওই উড়োজাহাজে একজন ‘ঝামেলাপূর্ণ’ যাত্রী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় ওই যাত্রী পছন্দের খাবার না পেয়ে চটে যান। ফলে উড়োজাহাজটিকে শিকাগোতে জরুরি অবতরণ করাতে হয়।
এ ঘটনার পর ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, এক যাত্রী গোলযোগ সৃষ্টির পর তাদের উড়োজাহাজটি শিকাগোর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সেখানে ওই যাত্রীকে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এরপর উড়োজাহাজটি আবার আমস্টারডামের উদ্দেশে যাত্রা করে।
খাবার নিয়ে কাণ্ডের জেরে আমস্টারডামে উড়োজাহাজটি পৌঁছাতে তিন ঘণ্টার বেশি দেরি হয়।