বিএনপির নেতাকর্মীরা এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন। এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরই মধ্যে সমাবেশের অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। রাজধানী ও বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন।
দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হবে। নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কাপের্ট।
সরেজমিন দেখা যায়, বিএনপির সমাবেশকে ঘিরে ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে। অন্যদিকে বিএনপির সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড়গামী সড়কে যানচলাচল এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।
বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।