শনিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জসহ সম্প্রতি পুলিশি অভিযানে ‘জঙ্গি’ নিহতের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জঙ্গি ধরে ধরে হত্যা করে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় হানা দিতে গেলে পুলিশের সঙ্গে ‘জঙ্গিদের’ সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে ৯ ‘জঙ্গি’ নিহত হন। এ ঘটনার পর হান্নান শাহসহ বিএনপির বিভিন্ন নেতা অভিযোগ করেন, যাদের হত্যা করা হয়েছে তারা জঙ্গি নয়। এটা সরকারের সাজানো নাটক। সরকারের পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। নিহতরা যে জঙ্গি ছিল এর সপক্ষে বিভিন্ন প্রমাণ পেশ করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানকালে গুলিতে মারা যান গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীসহ তিন ‘জঙ্গি’। বিকালে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বক্তব্যের সময় প্রধানমন্ত্রী বলেন, এদের ব্যাপারে আবার কেউ যেন জঙ্গি কি-না এমন প্রশ্ন না তুলে। প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এ ব্যাপারে প্রশ্ন তুললেন বিএনপি চেয়ারপারসন।
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের জীবিত ধরা হলো না কেন? এমন প্রশ্ন তুলে খালেদা বলেন, ‘জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে ও তথ্য উদঘাটনের জন্য তাদের জীবিত ধরা প্রয়োজন ছিল, কেন তাদের হত্যা করা হলো?’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাদের সময় শায়খ আবদুর রহমানকে ধরতে অনেক সময় ও কষ্ট হয়েছিল। এরপরও আমরা তাকে ধরেছিলাম এবং বিচারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করা হয়েছিল। কিন্তু এ সরকার কাউকে ধরছে না, তারা হত্যা করছে।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।