গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি করার সময় ২টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর আটক করেছে স্থানীয় জনতা লোহাগাড়ার চরম্বায় । গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইয়ার পাড়ার লম্বা কাটা পাহাড় নামক স্থানে টিলা কাটার সময় এসব আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে আটককৃত ডাম্পট্রাক ও এক্সকেভেটর হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, কয়েকদিন ধরে স্থানীয় সৈয়দ আহমদের মালিকানাধীন টিলা কেটে মাটি বিক্রি করে আসছেন কামাল উদ্দিন নামে এক ব্যক্তি। টিলা কাটায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও মাটি পরিবহনের ফলে রাস্তাঘাট নষ্ট হওয়ার কারণে স্থানীয়রা বাধা প্রদান করেন। কিন্তু মাটি বিক্রেতা কামাল উদ্দিন স্থানীয়দের আপত্তি কর্ণপাত না করে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে টিলা কাটার সময় ঘটনাস্থল থেকে ডাম্পট্রাক ও এক্সকেভেটর আটক করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, গভীর রাতে টিলা কাটার সময় স্থানীয় জনতা ডাম্পট্রাক ও এক্সকেভেটর আটক করে স্থানীয় ইউপি সদস্য এবং চৌকিদারকে খবর দেন। তারা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। তিনি উপজেলা প্রশাসনকে অবহতি করলে সকালে ঘটনাস্থল থেকে ২টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে নিয়ে যান। কামাল উদ্দিন নামে এক ব্যক্তি ওই স্থান থেকে টিলা কেটে মাটি বিক্রি করছিল।
এদিকে, অভিযুক্ত কামাল উদ্দিনের মুঠোফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।
শনিবার বিকেলে সরেজিমেন দেখা যায়, কাটা হচ্ছে সড়কের সাথে লাগোয়া টিলা। ইতোমধ্যে টিলার অনেক অংশ কাটা হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টিলাটি স্থানীয় সৈয়দ আহমদ ও ছিদ্দিক আহমদের মালিকানাধীন। ছিদ্দিক আহমদের অংশে ইতোমধ্যে টিলার অংশ কেটে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। অপরদিকে, সৈয়দ আহমদের টিলার অংশ থেকে এখনো কাটা হচ্ছিল মাটি।
লোহাগাড়া সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে, টিলা কেটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।