বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।
শনিবার দুপুর ১টায় তিনি তার পরিষদের কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি ১৫-আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় মৎস্য ও পানি-সম্পাদক মন্ত্রী স ম রেজাউল করিম, পানি-সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও বাগেরহাট-১ আসনের সংসদ-সদস্য শেখ হেলালউদ্দিম এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ ও টুঙ্গীপাড়া পৌর-মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগের সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।