মালাইকা ও অর্জুনকে৷ অর্জুন কাপুরের হাত ধরে রেস্তরাঁ থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন মালাইকা মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বার হতে দেখা গেছে ৷
নিউজ ১৮-এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (৭ জুলাই) রাতের এই ঘটনায় মালাইকা ও অর্জুনে হাত ধরাধরি করতে দেখেই ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ৷ বাবা হাসপাতালে ভর্তি, এর মধ্যেই মেয়ে নৈশভোজে ব্যস্ত৷ এই ছবি দেখেই কটাক্ষে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
মালাইকা কোথায়, কখন যাচ্ছেন তা জানার জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেনন ভক্তরা৷ দিনকয়েক আগেই হাসপাতালের বাইরে মায়ের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে৷
সূত্রের খবর, বাবা অনিল আরোরা হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বাবাকে দেখতেই হাসপাতালে গেছিলেন অভিনেত্রী৷ এর মধ্যেই প্রেমিক অর্জুনের সঙ্গে নৈশভোজে গেলেন মালাইকা৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে৷