পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হলে দেশের ভবিষ্যত খারাপ হবে বলে জানিয়েছেন ।
শনিবার (৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করতে দেশে আগামী নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হলে দেশের ভবিষ্যত খারাপ হবে। এটা বর্তমানে আমাদের ভয়।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র থেকে যারাই আসবেন তাদের আমরা স্বাগত জানাই। আমাদের কোনো কিছুই লুকানোর নাই। বিদেশিরা এসে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে। ভালো বিষয়ে পরামর্শ দিলে আমরা স্বাগত জানাব।
তিনি আরও বলেন, মিশরের মতো আমরা বড় রাজনৈতিক দল বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। আফগানিস্তানের মতো বড় দল বাদ দিয়ে বা মিয়ানমারের মতো নির্বাচন করতে চাই না, যেগুলোকে ওনারা (পশ্চিমা দেশগুলো) ভালো বলে সার্টিফিকেট দিয়েছেন। আমরা সব দলকে নিয়েই নির্বাচন করতে চাই। যে দল অংশগ্রহণ করবে না, সেটি তাদের সিদ্ধান্ত।
তিনি বলেন, কোনোদিন ভারতে সন্ত্রাসী দল নির্বাচনে আসেনি, যুক্তরাষ্ট্রে নাজি দল নাই এবং তারা গ্রহণযোগ্য নয়। এ দেশে সন্ত্রাসী দল থাকতে পারে। তারা যদি নির্বাচনে না আসে, তা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে না। আমরা চাই সবাই নির্বাচনে আসুক। সন্ত্রাসী দল যদি নির্বাচনে যোগ না দেয়, কোনো অসুবিধা নেই। তবে যারা রাজনৈতিক দল তাদের সবাইকে নির্বাচনে যোগ দিতে আমন্ত্রণ জানাই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ভয়টা হচ্ছে অতি সন্নাসীতে গাজন নষ্ট। তারা কেউ কেউ হয়তো নির্বাচন বানচালের চেষ্টা করবেন। সেটা যদি করেন, তাহলে দেশের অমঙ্গল ডেকে নিয়ে আসবেন। নির্বাচন প্রক্রিয়া যাতে ধ্বংস না হয়, এ বিষয়ে সবার সজাগ থাকতে হবে। নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হলে দেশের ভবিষ্যত খারাপ হবে। এটা আমাদের ভয়। নির্বাচন প্রক্রিয়া যাতে ধ্বংস না হয়, সেটি নিশ্চিত করতে হবে।