ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর উৎস এডিস মশার লার্ভার বিরুদ্বে সাড়াশি অভিযানে নেমেছে । চিরুনি অভিযানের প্রথম দিন রাজধানীর মোহাম্মদপুরের আকস্মিক অভিযান চালিয়ে ১৭টি মামলায় মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এডিস মশা নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল ১০টায় গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে থেকে এই অভিযান শুরু হয়। এসময় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালিত হয়। সিটির কয়েকটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। এ মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বিষয়ে নাগরিকদের সচেতন করছেন।
এ ধরণের অভিযানে গোটা এলাকায় আতংক দেখা দেয়। কখন কার বাড়িতে অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করা হয় এমন আতংকে অনেকেই নিজের বাসাবাড়ি পরিস্কার শুরু করে দেন। এবার লার্ভা পাওয়া গেলে কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছেন মোহাম্মদপুরের ক’জন বাসিন্দা।
অভিযান চালানোর সময় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধন অভিযানে আমি কোথায় যাব কেউ কিছুই জানেন না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে। তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাব। এক্ষেত্রে আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব এবং ব্যবস্থা নিব।
এ সময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট শরীরে ঘুরে দেখেন তিনি। তিনটি ভবনের বেইজমেন্টে গিয়ে প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান মেয়র। জীবন্ত মশাও সেখানে ওড়াওড়ি করছিল।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ভবনের ভেতরে জমে থাকা পানি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে না। এসব ভবনে আমাদের কর্মীরা ঢুকতে পারে না। শুধু এই এলাকা না ঢাকার অনেক ভবনে, বাড়িতে আমাদের কর্মীদের ঢুকতে বাধা দেয়া হয়। অন্যান্য জায়গার চেয়ে বাসা বাড়ির ভিতরে জমে থাকা পানিতে এডিসের লার্ভা বেশি জন্মে। গবেষণায় উঠে এসেছে বেজমেন্টে যেখানে গাড়ি রাখা হয় ও গাড়ি ধোয়া হয় সেখানে প্রায় ৪৮ শতাংশ এডিসের লার্ভা জন্মায়। তাই ভবনের ভিতরের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব ভবন মালিককেই নিতে হবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম
ডেঙ্গুর উৎস এডিস মশার লার্ভার বিরুদ্বে সাড়াশি অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চিরুনি অভিযানের প্রথম দিন রাজধানীর মোহাম্মদপুরের আকস্মিক অভিযান চালিয়ে ১৭টি মামলায় মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।