বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দিলে সরকারের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন । খবর বিডিনিউজের।
বিএনপি নির্বাচনে এলে সংলাপ হবে– প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি তো আগে বলেছি, আমরা কোনো ফরমেটেই সংলাপে যেতে চাই না, যতক্ষণ না সরকার ঘোষণা দেবে যে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে–এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এ ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না।’