দুই ভাইয়ের মৃত্যু রাউজান পাহাড়তলী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে সিএনজি টেক্সির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য দুই ভাই হলেন মাওলানা মমতাজ (৬৫) ও মো. আক্কাস (৬৩)। তারা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার কাজী নাদের হোসেনের ছেলে।
নিহতদের ভাগিনা জিয়াউর রহমান বলেছেন, বৃহস্পতিবার আড়াইটার দিকে তার দুই মামা সিএনজি টেক্সিতে চড়ে প্রতিবেশীর এক বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাদের বহনকারী টেক্সিটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পার্শ্বের সড়কের বাঁকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে টেক্সির উপর এসে পড়ে। এই ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত জয়নাল আবেদীন (৫০) চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতাহতদের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।