মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে চসিকের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।নগরীর ৩৫নং ওয়ার্ডে চাকতাই খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে মেয়র বলেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে, মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে।
এক্ষেত্রে জনগণকে স্ব–উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই, ক্রাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে। ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ওষুুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের চিকিৎসা গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষসময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এজন্য জনগণের প্রতি আহবান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত সুচিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়। এসময় মেয়রের সাথে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।