প্রায় ৬২ হাজার বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন। গত ৪ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ২৩ দিনে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫শ’ ৩৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ২শ’ ৬০ জনসহ প্রায় ৬২ হাজার জন হজে যান।
এদিকে কয়েকদিন বিরতির পর বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮ম ও ৯ম ফ্লাইটে মোট ৮শ’ ৩২জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী সৌদি আরব পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১শ’ ১টি ফ্লাইটে হজযাত্রী বহন করা হয়। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।