ডোবা থেকে এক চা বাগান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মুজিব সাওতাঁল রাঙ্গুনিয়ায় । তিনি মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাম সাওতাঁলের ছেলে।
শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে লাশটির ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহষ্পতিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে চা বাগান এলাকার নিজ বাসা থেকে মুজিব বের হলে আর ফেরেননি। পরে শনিবার বিকেলের দিকে ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন,“ লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ডোবায় নামতে গিয়ে হয়তো পানিতে পড়লে তিনি আর উঠতে পারেনি।”
এদিকে তিনদিন ধরে নিখোঁজ হলেও তাকে উদ্ধারের ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষের কোন উদ্যোগ ছিলো না। এই নিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় ইউপি সদস্য মো. বারেক। তিনি বলেন, গত ২০-২৫ দিন আগে চা শ্রমিক মুজিব সিলেট থেকে এই চা বাগানে এসেছিলো। এরমধ্যেই তার নিখোঁজ এবং পরবর্তীতে লাশ উদ্ধারের বিষয়টি দু:খজনক বলে উল্লেখ করেন তিনি।