গোসলে নেমে পানিতে ডুবে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে কক্সবাজার শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে । আজ শনিবার (১ জুলাই) বেলা ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট মোহাম্মদ আলীফ (১১) নামে একজন পর্যটক শিশু ভেসে যায়। তাকে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে।
নিহত মো. সাআদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সায়দাবাদ এলাকার মো. আহসান উল্লাহ এর ছেলে।
জীবিত উদ্ধার মোহাম্মদ আলীফ ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, বেলা ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান মো. সাআদ। তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, পর্যটক মো. সাআদসহ কয়েকজন বন্ধু ঈদ উপলক্ষে শনিবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। তারা উঠেন হোটেল-মোটেল জোনের একটি রিসোর্টে। বেলা ২টার দিকে তারা লাবণী পয়েন্ট সৈকতে গোসল করতে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে সাআদ ভেসে গিয়ে ডুবে গেলে খবর পেয়ে লাইফ গার্ডকর্মীরা তাকে সাগর থেকে তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণ পানি পান করায় পর্যটক সাআদের মৃত্যু হয়েছে। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।