মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জয় কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় । নিহত ব্যক্তি জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসস্ট্যান্ডে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিতা রানী দাস (৪০), মেয়ে পিওসী রানি দাস (১০) শ্যালিকা মিশু রানী দাস আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন পান্নালাল দাস জানান, জয় কুমার দাস বিকেলে সপরিবারে বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে পাশ্ববর্তী তন্তর বাসস্ট্যান্ডে নামেন তিনি। সেখান থেকে ফল-মিষ্টি কিনে ইজিবাইক রিজার্ভ করে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনলাখপীর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় জয় কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তার পরিবারের সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পান্নালাল দাস আরও জানান, ঘটনাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে তার মেয়ের বাড়ি। কিন্তু বাবার সঙ্গে মেয়ের শেষ দেখাটাও হলো না।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা বাসটিকে জব্দ করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
a