পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে লিডু এলাকায় বানাদির বিচ ক্লাবের বাইরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বন্দুকধারীরা রেস্তোরাঁটিতে হামলা চালায়।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর সমুদ্র উপকূলীয় একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। খবর বিবিসির।
নিরাপত্তা বাহিনী জানায়, তাদের ছয় ঘন্টা অভিযানে দুজন হামলাকারী নিহত এবং অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জঙ্গি গোষ্ঠী আল সাবাব সোমালিয়ার মোগাদিসুসহ বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা চালিয়ে থাকে। চলতি বছরের শুরুর দিকে লিডু সমুদ্র সৈকতে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করে।
আল সাবাবের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার যোগাযোগ রয়েছে। ২০১১ সালে মোগাদিসু থেকে আল সাবাবের জঙ্গি তৎপরতা থেকে মুক্ত করা হয়। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলের বিশাল অঞ্চলজুড়ে সংগঠনটির ব্যাপক তৎপরতা রয়েছে।