ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে ২ বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতীতে । এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন টাঙ্গাইল পৌরসভার দক্ষিণ কলেজপাড়া এলাকার মৃত আনোয়ারের ছেলে আব্দুল আওয়াল (১৬), একই এলাকার মৃত রিপনের ছেলে ফকর (১৬) এবং অটোচালক বাবু মিয়া (৩৫)।
নিহত আওয়ালের মামা রায়হান মিয়া বলেন, ঈদ উপলক্ষে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। এ সময় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাহিদ হাসান জানান, হতাহতরা ঈদ উপলক্ষে একটি অটোরিকশা নিয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গোপালপুরগামী দ্রুতগতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গুরুতর আহত ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জেনেছি। এ ছাড়া বাকি ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।