স্মার্টফোন উন্মোচন করল শাওমি ঈদের আগে বাংলাদেশে রেডমি সিরিজের (১২সি) মডেলের। যার বৈশিষ্ট্যের মধ্যে আছে দৃষ্টিনন্দন ডিসপ্লে, মিডিয়াটেক চিপ এবং স্টানিং ডুয়াল ক্যামেরা সেটআপ। দামের সিগমেন্টে এটি বাজেট স্মার্টফোন বলে জানালেন নির্মাতারা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানালেন, শাওমি বাংলাদেশ ভোক্তাদের স্মার্টফোনে সেরা অভিজ্ঞতা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। আর তা নিশ্চিতে মিডিয়াটেক জি৮৫ অক্টাকোর প্রসেসর দিয়ে রেডমি ১২সি মডেল তৈরি করা হয়। দাম বিবেচনায় ফোনটি ভোক্তাদের সেরা পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফিচার বৈশিষ্ট্য
ডিসপ্লে ৬.৭১ ইঞ্চি এইচডিপ্লাস। যার রেজ্যুলেশন ১৬৫০ বাই ৭২০ পিক্সেল। পড়ার ক্ষেত্রে স্ক্রিনের লাইট চোখকে আরামদায়ক অভিজ্ঞতা দেবে। ২.০ গিগাহার্জের মিডিয়াটেক জি৮৫ অক্টাকোর প্রসেসর। মালি-জি৫২ গেমিং জিপিইউ। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম দেবে দ্রুত গতির গেমিং অভিজ্ঞতা। চার্জিং লাইফে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। শাওমি রেডমি ১২ সিরিজের সবশেষ ফোনগুলোতে আছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। বক্সে থাকা ১০ ওয়াটের চার্জার খুব কম সময়েই ফোনটি পূর্ণাঙ্গ চার্জ করে দেবে।
ক্যামেরা বৈশিষ্ট্যেয় আছে (এআই) ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। যা কম আলোতেও ভালো মানের ছবি নিশ্চিত করবে। দৈনন্দিন জীবনের ভালো মানের সেলফি নিতে ফোনের সম্মুখভাগে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
তিনটি রঙের মধ্যে আছে মিন্ট গ্রিন, ওশান ব্লু ও গ্রাফাইট গ্রে। ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।