নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় । নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী দুই যমজ বোন রয়েছে। তাদের নাম ইউলিয়া ও আন্না আকেশেঙ্কো।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে এ হামলা চালানো হয়। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করার অভিযোগে শহরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির

হামলায় নিহত ইউলিয়া ও আন্না আকেশেঙ্কো। ছবি: বিবিসি

এদিকে, রাশিয়া আবারও নাগরিকদের টার্গেট করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। তারা বলছে, ইউক্রেইনের কমান্ডারদের ওপর এ হামলা চালানো হয়েছে।

জরুরি সেবা বিভাগ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন শিশুও আছে। আহত হয়েছে ৫৬ জন।

খারকিভ অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুভব জানান, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই এলাকায় অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।

ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এটি শহরের প্রাণকেন্দ্র। এখানে মূলত জনসাধারণের খাওয়ার জন্য রেস্তোরাঁগুলো অবস্থিত। এখানে মানুষের অনেক ভিড় থাকে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031