শুক্রবার দুপুরে দুইজন মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায়। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট আল আমীন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আল আমীন তাদের ফসলের জমিতে কাজ করার সময় সেখানে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুটির টানা জিআই তারে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধারে প্রতিবেশী কবির হোসেন এগিয়ে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চাপা পড়ে পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ মারা যায়।
সে ধোপাঘাট গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।