এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শনিবার শুরু হচ্ছে । টুর্নামেন্টের প্রথম দিনে বেলা ১১ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চাইনিজ তাইপির বিপক্ষে মাঠে নামবে কিরগিজস্তান ।
প্রতিদিনই রয়েছে তিনটি করে ম্যাচ। কাল দুপুর তিনটায় আমিরাতের প্রতিপক্ষ সিংগাপুর। আর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সামনে ইরান।
এদিকে আজ শুক্রবার বাফুফে ভবনে নিজেদের অবস্থান আর স্বপ্ন নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিযোগী দলগুলো।
তবে বাংলাদেশ, তাইপি ও ইরানের মধ্যেই শীর্ষস্থান অর্জনের লড়াই চলবে। অপরদিকে কিছুটা ক্ষীণশক্তি দল আমিরাত, সিংগাপুর ও কিরগিজস্তানের লক্ষ্য নতুন কিছু অর্জনের পাশাপাশি লড়াই করা।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর শেষ হবে এই আসরটি। প্রতিযোগিতার অন্যান্য দলগুলো হলো- ইরান, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং আয়োজক বাংলাদেশ।