কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় । আজ শনিবার সাড়ে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক লেদু ওরফে বাছা মিয়া (৩৫) এবং যাত্রী আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫) নিহত হয়েছে।
নিহত দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। বাছা মিয়া মাহবুব আলমের ও মো. মোতালেব বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন আম কিনে সিএনজি চালিত অটোরিকশা করে চট্টগ্রামে যাচ্ছিলেন। অপরদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দসহ মরদেহ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।