ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তিন বছর পার করেছেন। তার তিন বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে রাজস্ব আয়ে রেকর্ড গড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবার সড়ক বিভাজকের গাছ কাটাসহ বেশ কিছু ঘটনায় সমালোচনার মুখেও পড়েন। এ ধরনের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক শাহজাহান মোল্লা
আমাদের সময় : কিছু দিন পরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট। এবারের বাজেটে কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন?
শেখ ফজলে নূর তাপস : মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত করেছি। ফলে আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন নিজস্ব অর্থায়নে অনেক কিছু করতে সক্ষম। পরনির্ভরশীলতা বা সরকারের ওপর নির্ভরশীলতাও কমে এসেছে। আদিবুড়িগঙ্গার কার্যক্রম হাতে নিয়েছি, সেখানে সরকার থেকে অর্থ পাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে চাই। কোনোভাবেই যেন এটা স্তব্ধ না হয়ে যায়, সে জন্য বাজেটে বেশি নজর থাকবে। এ ছাড়া এবারের বাজেটে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম বিশেষ গুরুত্ব পাবে।