বিজিবি কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে । তবে এসময় কাউকে আটক করতে পারেনি। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বিজিবির সূত্রে মতে, বৃহস্পতিবার ভোরে টেকনাফ পৌরসভার হেচ্ছারখাল সংলগ্ন নাফনদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবির একটি টিম নাফনদীতে অবস্থান করে। পাচারকারীরার কাছাকাছি পৌঁছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার দাম ৩ কোটি টাকা।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ধ্বংস করা হবে।