কানাডার টরন্টোতে ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দুইজন।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা হয় বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। তবে ঠিক কী কারণে তীর ছোঁড়া হয়েছে কিংবা এটি ইচ্ছাকৃত হামলা কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
কানাডার গোয়েন্দা কর্মকর্তা মাইক কার্বোন জানান, এ ঘটনায় এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
কানাডার পুলিশের মুখপাত্র ডেভিড হপকিনসন বলেন, তিন ব্যক্তি ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখা যায়, তারা তীরবিদ্ধ হয়েছেন। পরে তীরবিদ্ধ তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের দুইজন পুরুষ ও একজন নারী।
হপকিনসন বলেন, ‘কেন এ ঘটনা ঘটলো সে ব্যাপারে এখনও কোনও ধারণা পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৩৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার পরিচয় জানা যায়নি।
২০১০ সালে টরন্টোর পাবলিক লাইব্রেরিতে ঝৌ ফাং এক ব্যক্তি তার বাবার পিঠে তীর ছুড়ে মারার পর হাতুড়ি দিয়ে মাথা গুঁড়িয়ে দিয়েছিল।