রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নির্বাচন কমিশনের (ইসি) অনিবন্ধিত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কোনো কর্মসূচি পালন করতে চায়, তাহলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকাল সোমবার কর্মসূচির অনুমতি নিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে যান জামায়াতের চার নেতা। এ সময় ডিএমপির গেট থেকে তাদের আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কাছে তাদের গোপন বৈঠকের তথ্য থাকায় চার নেতাকে আটক করা হয়। তবে এ বিষয়ে পরে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তাদের ছেড়ে দেয় পুলিশ।’

জামায়াত কর্মসূচি পালন করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘জামায়াতের মতো অনিবন্ধিত দলকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাবার সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় আওয়ামী লীগের কার্যালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না। নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলগুলো উসকানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031