বাংলাদেশ শুভসূচনা করল ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে । পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মামুনুর রশীদের দল।
মঙ্গলবার সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় লাল-সবুজের দল। দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।
ম্যাচের ২২তম মিনিটে তাসিন আলি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ মালয়েশিয়া। উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছে মালয়েশিয়া।